Thursday, July 17, 2025

আজ বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, দেশে খেলা দেখা যাবে কি না—সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি বাফুফে।

শনিবার আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার বলেন, বাংলাদেশের জন্য পথটা মোটেও সহজ নয়। আমরা একই সঙ্গে তিনটি প্রকল্প চালাচ্ছি—জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০। সুযোগ-সুবিধা কম হওয়ায় সব কার্যক্রম একসঙ্গে চলছে। আমাদের সিনিয়র দলের অর্ধেকের বেশি খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০।

গ্রুপের তিন দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮তম। কেবল তুর্কমেনিস্তান (১৪১) বাংলাদেশের নিচে রয়েছে। অন্যদিকে বাহরাইন রয়েছে ৯২তম এবং স্বাগতিক মিয়ানমার ৫৫তম স্থানে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র পথ।

প্রতিপক্ষদের নিয়ে সাবধানী অবস্থান নিয়েছেন বাটলার। তার ভাষায়, ফুটবলে কোনো দলকে ছোট করে দেখা যায় না। মিয়ানমার শক্তিশালী দল, বাহরাইনও শারীরিকভাবে শক্তিশালী এবং উন্নতিশীল তরুণ দল। আমরা নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যেতে চাই।

অন্যদিকে বাহরাইনের কোচ মোহাম্মেদ আদনান হুসেইন বলেন, প্রস্তুতির সময় কম পেলেও আমরা তিনটি ম্যাচ খেলেছি—সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ড্র এবং সৌদি আরবের বিপক্ষে হেরেছি। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ রয়েছে। আশা করছি ইতিবাচক ফল আনতে পারব।

মিয়ানমারে ইতিবাচক শুরু চায় বাংলাদেশ। এর আগে জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচে ড্র করে আত্মবিশ্বাস অর্জন করেছে মেয়েরা। বাটলার বলেন, এই সফরগুলো আমাদের দেখিয়েছে আমরা কোথায় আছি এবং কী করতে পারি। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র আমাদের জন্য একটি বেঞ্চমার্ক।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর