Friday, December 5, 2025

প্রতিটি ভোট কেন্দ্রে জনতার মিলন ঘটবে

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে তৃতীয় ধাপে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার বলেছেন, ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রই হবে জনতার মিলন কেন্দ্র। জনগণের সেবা প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্যই দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের ভালবাসা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাই বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

মঙ্গলবার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে উপরিউক্ত কথা বলেন। এসময় তার সাথে ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হাওলাদার, সোনাডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, আওয়ামী লীগ নেতা সুলতান আহম্মেদ।

পরবর্তীতে তিনি বাগেরহাটের খানজাহান আলীর মাজার জিয়ারত করেন। রাত ৮টায় নব্বইরশী বাসস্ট্রান্ডে আয়োজিত জনতার মিলন সভায় হাজারও মানুষের ভালবাসায় ফুলের মালার সিক্ত হন টানা তিন বারের পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার। চতুর্থ বারের তাকে দলীয় মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন এমপি এবং স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে ধন্যবাদ জানান।

জনতার মঞ্চে বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, কাউন্সিলর মো. নান্না শেখ, তপন কুমার পোদ্দার, মো. মহিদুল শেখ, উপজেলা তাঁতী লীগের সভাপতি হাসানুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর