যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের আয়োজনে “চ্যালেঞ্জেস ইন এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড টেকনোলজি” শীর্ষক দুইদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় গ্যালারিতে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রয়াত শিক্ষার্থী মোল্লা আবীর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় গবেষণাভিত্তিক শিক্ষা অপরিহার্য।”
প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন। ভার্চুয়ালি বক্তব্য দেন জাপানের হক্কালডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাতসুফুমি ওকিনো, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. সাইফুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুজিবুর রহমান।
পরে পোস্টার প্রেজেন্টেশন ও সোমবার “এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড সেফটি” বিষয়ক কর্মশালাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন ড. শিরিন নিগার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইএসটি বিভাগের চেয়ারম্যান ড. গোপাল চন্দ্র ঘোষ।