ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (১ জুন) সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত আলী নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। আহতরা হলেন—বড় তালিয়ান গ্রামের রিফাজুল ইসলাম (৪০), মিকাইল হোসেন, নাকোবাড়িয়ার রেজাউল ইসলাম (৪৩) এবং ইউনুছ আলী (৬০)। এদের মধ্যে মহব্বত আলীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল ইউনিয়নে বিএনপির স্থানীয় দুই নেতা—সাবেক আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম মোল্লা ও যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি নজরুল ইসলাম বিএনপিতে যোগ দেওয়ার পর ইউনিয়নে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যান। এতে প্রতিপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে পৌঁছে।
রোববার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন, “নজরুল ইসলাম আওয়ামী লীগ থেকে এসে বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে এলাকায় নিজের দল গঠন করতে উঠেপড়ে লেগেছে। তার পৃষ্ঠপোষকতায় বিএনপির নেতাকর্মীরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।”
এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।







