চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম মালিক খোকন পেয়েছেন ২১ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুল হক মালিক মজু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬০৭ ভোট।
সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এর মধ্যে ৩২টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে।