Friday, December 5, 2025

ভোটের ফল প্রকাশের আগে প্রার্থীর মৃত্যু, ফলাফল ঘোষণা স্থগিত

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল ঘোষণা সাময়িক স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ চলাকালে বিএনপির মেয়র প্রার্থী আবুল খায়ের খানের মৃত্যুর কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনা আক্রান্ত হয়ে বিএনপির মেয়র প্রার্থী আবুল খায়ের খান গত ২৩ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩ টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে দুপুরে অনিয়মের অভিযোগে দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচন বর্জন করে বিএনপি। বিএনপির মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল মান্নান খান গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর