Thursday, July 17, 2025

বাঘারপাড়ায় ব্র্যাকের স্কুল প্রোগ্রামে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম।

রোববার (১৮ মে) বেলা ১১টায় বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘প্রত্যাশা-২’ প্রকল্প। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ, সহকারী প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সহকারী শিক্ষক দীপক কুমার বিশ্বাস, সুরুজ্জামান খান ও আশরাফুল ইসলাম। এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মকর্তা রবিউল ইসলাম রুবেল ও প্রোগ্রাম অর্গানাইজার বৈশাখী মল্লিক।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১৫ জনকে পুরস্কৃত করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর