যশোরে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে যশোর জিলা স্কুলে এই মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, এনডিসি মাহিন দায়ান আমিন, ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা ডলি, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দীন।
বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ৬০টি বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।







