Sunday, September 28, 2025

হজে সাদা বোরকা কি নারীদের জন্য বাধ্যতামূলক?

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

হজ পালনের সময় নারীদের কী পরিধান করা উচিত—এ প্রশ্ন বহু নারীর মনে জাগে। অনেকেই মনে করেন, হজে অংশ নেওয়ার সময় নারীদের জন্য সাদা বোরকা পরিধান করা বাধ্যতামূলক। তবে ইসলামী বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সঠিক নয়।

ইসলামী শরিয়তের দৃষ্টিতে, নারীদের জন্য হজ ও ওমরাহর ইহরামে সাদা রঙের বোরকা পরা আবশ্যক নয়। তারা চাইলে সাধারণ সময়ের মতো কালো কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য রঙের বোরকাও পরতে পারেন। তবে পোশাকের ধরন যেন শালীন, নম্র এবং চোখে পড়ার মতো আকর্ষণ তৈরি না করে—সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

নারীদের হজ ফরজ হওয়ার বিষয়েও শরিয়ত সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। যদি একজন নারীর হজে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য থাকে এবং শরীরিকভাবে সক্ষম হন, পাশাপাশি তাঁর সঙ্গে মাহরাম পুরুষ থাকার সুযোগ থাকে, তাহলেই তাঁর ওপর হজ ফরজ হয়। তবে মাহরাম ছাড়া কোনো নারী হজে গেলেও তাঁর হজ শুদ্ধ হবে এবং ফরজ আদায় হয়ে যাবে, যদিও মাহরাম ছাড়া যাওয়ার বিষয়টি শরিয়ত অনুমোদিত নয়।

এছাড়া হজের সময় নারীরা মোজা পরতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন ওঠে। হাদিস অনুযায়ী, নারীরা ইহরাম অবস্থাতেও হাতে ও পায়ে মোজা পরিধান করতে পারেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এবং সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) এর বর্ণনাতেই এ অনুমতি পাওয়া যায়।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলাম স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে—ইহরাম অবস্থায় নারীরা স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারবেন। প্রখ্যাত তাবেঈ নাফে (রহ.) এর বর্ণনায় জানা যায়, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-এর স্ত্রী ও কন্যারা ইহরামের সময়েও অলঙ্কার ব্যবহার করতেন।

সুতরাং, হজ পালনকালে নারীদের জন্য সাদা বোরকা বাধ্যতামূলক নয় এবং মোজা কিংবা অলঙ্কার পরার ক্ষেত্রেও ইসলাম সংগত ছাড় দিয়েছে। তবে সবসময় পোশাক ও ব্যবহারিক দিক থেকে শালীনতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর