Friday, June 20, 2025

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এটি যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো বল ব্যবহৃত আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “খেলাধুলা আনন্দ ও বন্ধুত্বের মাধ্যম। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা ধৈর্য, প্রজ্ঞা ও পারস্পরিক শ্রদ্ধার পরিচয় দেবে।” তিনি আরও বলেন, “গবেষণা ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি খেলাধুলাতেও যবিপ্রবি এগিয়ে যেতে চায়।”

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদ ও হলের প্রভোস্টগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তারা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালে প্রতিটি বিভাগ নিজেদের সেরা দল নিয়ে অংশগ্রহণ করবে এবং ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর