Sunday, April 27, 2025

মাগুরা জেলা কৃষক দলের দুই সদস্যের নতুন কমিটি ঘোষণা

মাগুরা প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষকদলের মাগুরা জেলা শাখার দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষকদলের অনুমোদিত এই কমিটিতে মো. রুবায়েত হোসেন খানকে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলম হীরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরা জেলা কৃষকদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি রুবায়েত হোসেন খান বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ। আমরা দলের নির্দেশনা অনুসরণ করে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে তুলবো।”

তিনি আরও জানান, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর