যশোরের ঝিকরগাছা উপজেলায় এসএসসি পরীক্ষার আগের রাতেই প্রতিটি পরীক্ষা কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকারের নেতৃত্বে এবং ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। এতে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করায় ইউএনও বাহবা পাচ্ছেন সর্বমহলে।
এর আগে, ২০২০ সালে প্রথমবারের মতো ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছিল।
উপজেলায় ৮টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ২,৯৪৬ জন শিক্ষার্থীর। তবে বৃহস্পতিবার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৭৪ জন শিক্ষার্থী। উপস্থিত ছিলেন ২,৮৭২ জন। অনুপস্থিতদের মধ্যে হাইস্কুলের ৪২ জন, মাদ্রাসার ৩১ জন ও ভোকেশনালের ১ জন শিক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন যশোরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন, ইউএনও ভুপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।
ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান, প্রকৌশলী রাকিবুল ইসলাম, মৎস্য অফিসার নান্নু রেজা, প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামানসহ আরও অনেকে।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ এবং ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিন।







