আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আমানতকারীদের অর্থ সুরক্ষা ও ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় দুর্বলতা, মূলধন ও প্রভিশন ঘাটতি, শ্রেণিকৃত বিনিয়োগ, পুঞ্জীভূত ক্ষতি এবং তারল্যসংকট মারাত্মক আকার ধারণ করেছে। পর্ষদের নানা অনিয়ম ও স্বার্থবিরোধী কার্যক্রম আমানতকারীদের ঝুঁকিতে ফেলেছে বলে উল্লেখ করা হয়। এসব কারণেই ব্যাংক কোম্পানি আইনের আওতায় পর্ষদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইসিবি ইসলামী ব্যাংক ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এটি সমস্যাগ্রস্ত হয়ে পড়লে ২০০৪ সালে ওরিয়েন্টাল ব্যাংক নামে কার্যক্রম চালায়। ব্যাপক অনিয়মে ২০০৬ সালে এর পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক। পরে ২০০৮ সালে নতুন নামে যাত্রা শুরু করলেও নানা মামলা ও খেলাপি ঋণের ভারে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি।
শেষমেশ আবারও বাংলাদেশ ব্যাংক সরাসরি ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
অনলাইন ডেস্ক







