যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রদল সাধারণ সম্পাদক রকির উপর হামলার ঘটনায়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন এবং চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করেছে যশোর জেলা ছাত্রদল।
আজ রাতে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করেছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।
আরো পড়ুন: চৌগাছায় ছাত্রদল নেতার উপর ছাত্রদল নেতার অতর্কিত হামলা
প্রসঙ্গত, আজ দুপুরে চৌগাছা উপজেলার একটি তেল পাম্পে ছাত্রদলের সাধারণ সম্পাদক রকি উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যেখানে অন্তত ৫-৬ জন ব্যক্তি রকির উপর আক্রমণ করে।







