সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার পুরো ঘটনা
যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সাধারণ সম্পাদক রকির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম এবং চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রদল সাধারণ সম্পাদক রকি জানান, আজ দুপুরে তিনি একটি তেল পাম্পে তেল নেওয়ার জন্য যান। এসময় হঠাৎ করে উপজেলা ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে কয়েকজন নেতা সেখানে হাজির হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। রকি জানান, কোন কিছু বুঝে ওঠার আগেই একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে, এরপর বাকিরা মিলে এলোপাতাড়ি মারপিট শুরু করে।
ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ রাতদিন নিউজের হাতে এসেছে, যেখানে দেখা যায় অন্তত ৫-৬ জন ব্যক্তি হামলায় অংশ নিচ্ছে। ফুটেজ অনুযায়ী, একজন প্রথমে রকির ওপর আক্রমণ করে, তারপর বাকিরা এসে রকিকে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে রকির পরিবার ও সমর্থকরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা এ হামলার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।







