নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ২০২৫ সালের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন যুবদলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ কর্মীসভা আয়োজন করা হয়।
সভায় পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সেলিম মোল্লার সভাপতিত্বে এবং যুবদল কর্মী গোলাম রসুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতি থানা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু, বাঐসোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ কালন শেখ, জয়নগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব চৌধুরী মহাসিন হোসেন জুয়েল, নড়াগাতি থানা মহিলা দলের সভানেত্রী জোসনা মল্লিক এবং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল সিকদার, সাংগঠনিক সম্পাদক হিটু মল্লিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিরাজুল ইসলাম, পলাশ সিকদার, পহরডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব শিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম সর্দারসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, “দলীয় নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ভাবে নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। এই কঠিন সময়ে যারা দলের পাশে ছিল, তাদের মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে চলাফেরা করা ব্যক্তিদের দলের কমিটিতে স্থান দেওয়া হবে না।”
বক্তারা আরও বলেন, “যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও দখলদারি চালাবে কিংবা যারা নেশাগ্রস্ত, তাদের যুবদলের কমিটিতে কোনো স্থান নেই। দলকে সুসংগঠিত রাখতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।”
আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তারা বলেন, “নড়াইল-১ আসনে জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জয়ী করতে প্রতিটি নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।”
সভায় পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।







