Sunday, April 27, 2025

কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। যশোর উপশহরে বিলাসবহুল ৭ তলা বাড়ি, গোপালগঞ্জ, ঢাকা ও যশোরের বিভিন্ন স্থানে আরও বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। স্থানীয় ঠিকাদার ও একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সাতক্ষীরায় কর্মকালীন তিনি টেন্ডার বাণিজ্যের মাধ্যমে ২০০ কোটি টাকার দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে মোটা অঙ্কের ঘুষ নিতেন। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম ভঙ্গ করে নিজেই দরপত্র ওপেনিং ও মূল্যায়ন করতেন। এমনকি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরি করছেন তিনি।

তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ জমা পড়লেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিরপেক্ষ তদন্ত হলে তার বিপুল সম্পদের প্রকৃত উৎস বেরিয়ে আসবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সাংবাদিকদের ফোন কেটে দেন। ভুক্তভোগী ঠিকাদাররা দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর