Sunday, April 27, 2025

ভয়েস অব আমেরিকা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

ইউএনবি: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকা (VOA) বন্ধের সিদ্ধান্তকে বেআইনি দাবি করে ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করা হয়।

মামলাটি করেছে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের একটি দল, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং কয়েকটি গণমাধ্যম ইউনিয়ন। এতে বিবাদী করা হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (USAGM), কারি লেক ও ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের।

মামলায় বলা হয়েছে, ভয়েস অব আমেরিকা এবং এর সহযোগী মাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ প্রচারের পাশাপাশি বহু দেশের জনগণকে স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ সরবরাহ করে আসছিল। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে নিরপেক্ষ সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে এবং সেই শূন্যতা পূরণ করতে কেবল রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত গণমাধ্যমই অবশিষ্ট থাকবে।

এ বিষয়ে ভয়েস অব আমেরিকার তত্ত্বাবধানে থাকা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি। তবে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের নির্বাহী পরিচালক ক্লেটন ওয়েইমার্স বলেছেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমাদের সংগঠন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। ভয়েস অব আমেরিকার মতো প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয় হয়ে গেলে বিশ্বজুড়ে নিরপেক্ষ সংবাদের অভাব দেখা দেবে।”

ভয়েস অব আমেরিকার সহযোগী রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র রোহিত মহাজন জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে ওয়াশিংটন অফিসের প্রায় ২৪০ জন কর্মীর জন্য অবৈতনিক ছুটি কার্যকর হয়েছে। একইসঙ্গে, সংস্থাটির সঙ্গে যুক্ত বিদেশি ফ্রিল্যান্স সাংবাদিকদের চুক্তিও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার বিরুদ্ধে আর্থিক বরাদ্দ অব্যাহত রাখার জন্য পৃথক একটি মামলা করেছে। বর্তমানে এই মাধ্যমটি ইউরোপ ও এশিয়ার ২৩টি দেশে ২৭টি ভাষায় সংবাদ সম্প্রচার করে থাকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর