Saturday, December 6, 2025

নড়াইলের পৌর মেয়র আনজুমান আরা ও যুবলীগের সম্পাদক জেল হাজতে

বিএনপির করা নাশকতার মামলায় নড়াইলের পৌর মেয়র আনজুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ বিচারক শারমিন নিগার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ আগস্ট নড়াইলে রাসেল সেতুর ওপর নাশকতার অভিযোগে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় খোকন সাহা ২ নম্বর এবং মেয়র আনজুমান আরা ২৬ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

এর আগে, ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন তারা। তবে ২০ মার্চ নড়াইলের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আদালতের রায় ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী আদালত চত্বরে আসে। পরে পুলিশ ও সেনা সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।

গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুঁড়ে মারেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর