Sunday, September 28, 2025

ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় চালু হলো ‘কিউআর কোড হেল্প’ অ্যাপ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

নারীদের জন্য ঢাকার গণপরিবহনকে আরও নিরাপদ করতে চালু হলো ‘কিউআর কোড হেল্প’ অ্যাপ। যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাপটি চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

কীভাবে কাজ করবে ‘হেল্প’ অ্যাপ?

‘হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম’ (হেল্প) প্রকল্পের আওতায় মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটের গণপরিবহনে কিউআর কোড বসানো হবে। নারীরা এই কোড স্ক্যান করেই দ্রুত সহায়তা নিতে পারবেন। অ্যাপে রিপোর্ট করলে তা স্বেচ্ছাসেবক দলের কাছে পৌঁছাবে, পাশাপাশি কাছের থানার ডিউটি অফিসারকে সরাসরি কল করার সুবিধাও থাকবে। এছাড়া, অ্যাপটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সঙ্গেও সংযুক্ত থাকবে, যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

ডিএমপি কমিশনার বলেন, এ অ্যাপ যদি থানায় রিপোর্ট পাঠাতে পারে, তবে তা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গণ্য হতে পারে। পুলিশ চাইলে বাদী হয়ে মামলা করতে পারবে এবং তদন্ত শুরু করতে পারবে। তিনি আরও বলেন, নারীরা যে হয়রানির শিকার হন, তার একটি বড় অংশই সামনে আসে না। এ অ্যাপের মাধ্যমে দ্রুত আইনি সহায়তা পাওয়া গেলে নারীদের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

নারীদের নিরাপত্তায় যুগান্তকারী উদ্যোগ

মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লিঙ্গবৈষম্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে কমিউনিটির সম্পৃক্ততা জরুরি। এই অ্যাপের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অ্যাপ একটি যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এটি সফলভাবে বাস্তবায়িত হলে অন্যান্য শহরেও এটি চালু করা হতে পারে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর