Sunday, April 27, 2025

বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ

নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ফলে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাইপর্বের পরীক্ষায় পাস করতে হবে। আগামী ৯-১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। আজ (শুক্রবার) ছয় দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।

প্রতিযোগিতার প্রথম দিন স্বাগতিক পাকিস্তান খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল মোকাবিলা করবে থাইল্যান্ডকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশের বাকি ম্যাচগুলোর সূচি –

১৩ এপ্রিল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (দিবারাত্রি)

১৫ এপ্রিল: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (দিবারাত্রি)

১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (সকাল ১০টা)

১৯ এপ্রিল: বাংলাদেশ বনাম পাকিস্তান (সকাল ১০টা)

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। প্রতিযোগিতাটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে।

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এর আগে, আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় তারা বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যর্থ হয়। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পেত। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হারায় তাদের বাছাইপর্বে খেলতে হচ্ছে।

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে থাইল্যান্ড ও স্কটল্যান্ড। সহযোগী দেশ হিসেবে তারা ভালো করলে বিশ্বকাপেও জায়গা করে নিতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ১২ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জ্যোতির নেতৃত্বাধীন দল ঘোষণা করেছে। আগামী ৩ এপ্রিল টাইগ্রেসরা পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর