Wednesday, March 26, 2025

যশোরের লেবুতলায় আওয়ামীলীগ কর্মীর উপর সেই ইদুর হামলার অভিযোগ

যশোর সদর ‍উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামে এক আওয়ামী লীগ কর্মীর ওপর চাঁদার দাবিতে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি জাহিদুল ইসলাম ওই এলাকার রমজানের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে ওই এলাকার কারারক্ষী আনোয়ার হোসেন ইদু এ হামলার নেপথ্যে জড়িত।

আহত ও তার স্বজনেরা এবং পুলিশ জানায়, ঝিনাইদহ কারাগারে কর্মরত কারারক্ষী ইদু বিশ্বাস জাহিদুলের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন । জাহিদুল চাঁদা দিতে অস্বীকার করলে ইদুসহ তার লোকজন ক্ষিপ্ত হন। তার জেরে বুধবার রাত সাড়ে আটটায় অন্দোলপোতা বাজারের তোতার দোকানের সামনে  জাহিদুলকে একা পেয়ে মোটরসাইকেলের ডাম্পার দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে । হামলার ফলে তার বাম হাত ভেঙে যায় এবং দুই পা ও ডান হাতেও গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে ইদুর মোবাইল নাম্বারে ফোন করলে তিনি কল রিসিভ করেন নি।

উল্লেখ্য, আনোয়ার হোসেন ইদুর বিরেুদ্ধে ওই এলাকায় সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করে বেরাচ্ছেন। যা নিয়ে যশোরের বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।

সাকিব হাসান

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর