যশোরে এক বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করেছে যুবলীগ কর্মীরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাতটার পর যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বড় মেঘলা গ্রামের বিল্লালের দোকানের সামনে । আহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে। তিনি চাঁচড়া ইউনিয়নের ৬ ওয়ার্ড বিএনপির সদস্য। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান জানান, সম্প্রতি মোটরসাইকেল দূর্ঘটনায় ওই এলাকার ফারুক নামের এক যুবক গুরুতর জখম হন। এলাকাবাসী থেকে ফারুকের জন্য অর্থসহায়তা তোলার সিদ্ধান্ত নেয়া হয়। যার দায়িত্ব দেয়া হয় হামিদকে।হামিদ একই এলাকার বিল্লালকে টাকা তোলার জন্য সাথে নিতে চান। এসময় বাধা দেন একই গ্রামের মৃত মোশারফের দুই ছেলে ওয়ার্ড যুবলীগের কর্মী সামিরুল ও সাহারুল। যা নিয়ে তর্কাতর্কির এক পর্যায় দেশীয় অস্ত্র দিয়ে হামিদকে কুপিয়ে সটকে পরে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে, খবর শুনে চাচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করীমসহ নেতৃবৃন্দ হামিদকে দেখতে আসেন। এসময় তারা দুই যুবলীগ কর্মীকে দ্রুত আটকের দাবি জানান।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক জানান, ওই এলাকায় একটি মারামারির খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
রাতদিন সংবাদ