Monday, April 28, 2025

যশোরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের ধোপাপাড়া রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ও এলাকাবাসীর ধারণা,লোকটি মানসিক ভ্যরসম্যহীন। বিভিন্ন সময় এলাকায় লোকটিকে জরাজীর্ণ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে রেল লাইনের পাশে মৃত দেখে লোকজন পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
হাসপাতালে কর্তব্যরত কোতোয়ালি থানার পুলিশের এসআই জাকারিয়া জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তরে পরিচয় উদঘাটনে মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন পিবিআই। বর্তমানে বিষয়টি পিবিআই তদন্ত করছেন। তবে হত্যা, আত্মহত্য না কি সাধারণ মৃত্যু সে বিষয়ে তদন্ত চলছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর