Monday, April 28, 2025

যশোরের সেই বিতর্কিত নব কুমারের কাছথেকে টাকা নেয়ার কারণে সোহাগকে শোকজ

যশোরে বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার অভিযোগে আটক আইনজীবী নব কুমার কুন্ডুর জামিন করিয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার অনুষ্ঠিত সমিতির নির্বাহী কমিটির সভায় তদন্ত কমিটি আইনজীবী হাদিউজ্জামান সোহাগের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে। সভায় তাকে শোকজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর।

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি যশোরের এক বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার অভিযোগে নব কুমার কুন্ডু ও তার সহকারীসহ তিনজনকে আটক করে ডিবি পুলিশ। পরে নব কুমারের স্বজনরা জামিনের জন্য বিভিন্ন আইনজীবীর শরণাপন্ন হন। বেশ কয়েকজন আইনজীবী ব্যর্থ হওয়ার পর তারা তৎকালীন সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিনের কাছে যান, যার মধ্যস্থতায় হাদিউজ্জামান সোহাগ পাঁচ লাখ টাকা দাবি করেন। নব কুমারের পরিবারের অভিযোগ, তারা শাহিনের চেম্বারে গিয়ে হাদিউজ্জামান সোহাগের হাতে পাঁচ লাখ টাকা বুঝিয়ে দেন।

পরবর্তীতে সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহিন অসুস্থ হয়ে মারা গেলে, হাদিউজ্জামান সোহাগ জামিনের জন্য কোনো ব্যবস্থা নেননি। নব কুমার জামিনে মুক্তি পাওয়ার পর জানতে পারেন, তার স্বজনদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে হাদিউজ্জামান সোহাগ তা দিতে অস্বীকার করেন।

পরিস্থিতির শিকার হয়ে নব কুমার কুন্ডু চলতি বছরের ১৫ জানুয়ারি আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেন। সমিতির নির্বাহী কমিটি অভিযোগটি পর্যালোচনা করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যা সম্প্রতি প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবারের সভায় হাদিউজ্জামান সোহাগকে শোকজ করা হয় এবং সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। তিনি ব্যর্থ হলে সমিতি পরবর্তী ব্যবস্থা নেবে।

এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর বলেন, “নব কুমার কুন্ডু একজন আইনজীবী হলেও এই ক্ষেত্রে তিনি একজন মক্কেল। মক্কেলের টাকা আত্মসাৎ কোনো আইনজীবীর জন্যই গ্রহণযোগ্য নয়। জেলা আইনজীবী সমিতি এটি কখনোই মেনে নেবে না।”

উল্লেখ্য, নব কুমার কুন্ডুর বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে, যার ফলে তাকে জেলও খাটতে হয়েছে এবং সমিতি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর