Monday, April 28, 2025

ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ যশোর সদরের ঐতিহ্যবাহী ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নতুন এডহক কমিটির সদস্যদের সাথে বিদ্যালয়ের শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত সভাপতি সাহিকুল আজমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য, নিরাপদ সড়ক আন্দোলনের যশোর জেলা সভাপতি ও তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি শিমুল হোসেন, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সদস্য সচিব ফজলুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর