Wednesday, April 30, 2025

যশোরে চাঁদার দাবিতে যুবককে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে পাওনা টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে । আহত  আব্দুল আলিম বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যশোর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

আলিম জানান, মঙ্গলবার পাওনা টাকা দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যান একই এলাকার আব্দুর রহিম।  এরপর তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।তার সাথে যোগ হয় ইনতাজ আলী, আব্দুর রহমান। টাকা না দেয়ায় তাকে বেধড়ক মারপিট করা হয়। এরপর তাকে গলাটিপে হত্যা চেষ্টা করে। এক পর্যায় টাকা না দেয়ায় তাকে আহত অবস্থায় সাতমাইলের এনায়েতপুর গ্রামে ফেলে পালিয়ে যায়। পরে এক সিএনজি চালক তাকে দেখে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন সুস্থ্য হয়ে তিনি আইনানুক ব্যবস্থা নেবেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর