Wednesday, April 30, 2025

যশোরে জামিনের নামে আসামির স্ত্রীর কাছথেকে টাকা আত্মসাত, কারারক্ষীর নামে মামলা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত মিরাজুল ইসলাম নামে এক কারারক্ষীর বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তার অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন। ওই আসামির স্ত্রী জোছনা খাতুন মঙ্গলবার সদর আমলী আদালতে মামলা করেছেন।
শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী জোছনা খাতুনের অভিযোগ, তার স্বামী নয়নের একটি মামলায় যাবজ্জীবন সাজা হওয়ায় তিনি কারাগারে আটক রয়েছেন। কারাগারে থাকার সুবাদে কারারক্ষী মিরাজুল ইসলামের সাথে নয়নের পরিচয় হয়। এ সময় মিরাজুল ইসলাম তাকে বলেন, তার চাচা ও মামা হাইকোর্টের বিচারপতি। তাকে টাকা দিলে তিনি নয়নকে ৪ মাসের মধ্যে জামিন করিয়ে দিবেন। তখন মিরাজুল ইসলামের সাথে নয়নের ৩ লাখ টাকায় চুক্তি হয়। এরপর নয়নের স্ত্রী জোছনা খাতুন ৩ দফায় ১ লাখ ৮৮ হাজার টাকা দেন মিরাজুল ইসলামকে। কিন্তু নয়নকে জামিন করিয়ে দিতে পারেননি মিরাজুল ইসলাম। এ কারণে নয়ন তার কাছে টাকা ফেরত চাইলে মিরাজুল ইসলাম অস্বীকার করেন। ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জোছনা খাতুন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর