Saturday, December 6, 2025

বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক: শতাধিক যাত্রী জিম্মি

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে সশস্ত্র হামলার পর ট্রেনটি হাইজ্যাক করা হয়েছে। এতে ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।

মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটি একটি টানেলের সামনে থামিয়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। ট্রেনটিতে সাধারণ যাত্রীদের পাশাপাশি পুলিশ ও আইএসআইয়ের সদস্যরাও ছিলেন বলে জানিয়েছে ডন।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। রেলওয়ের কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ জানান, নয়টি বগির ট্রেনটিতে অন্তত ৫০০ জন যাত্রী ছিলেন।

সিনিয়র পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি পাহাড়বেষ্টিত এলাকায় আটকা রয়েছে, যা জঙ্গিদের হামলার জন্য সুবিধাজনক স্থান। উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে স্বীকার করেছেন বেলুচ সরকারের মুখপাত্র শহিদ রিন্দ।

ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী ও চিকিৎসক দল পাঠানো হয়েছে। কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বেলুচিস্তান সরকার এ হামলার নিন্দা জানিয়েছে এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর