মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এক কেজি গাঁজাসহ পুল্লাদ আলী ফকির (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি চৌগাছা উপজেলার তারিনিবাস কদমতলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
উপপরিদর্শক সাইদুর রহমান জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার বাড়িকে পল্লাদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-১৪







