Sunday, September 28, 2025

নারী আইপিএলে বিতর্কিত রানআউট সিদ্ধান্ত, তোলপাড় ক্রিকেট বিশ্ব

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

নারী আইপিএলের (ওমেন্স প্রিমিয়ার লিগ – ডব্লিউপিএল) তৃতীয় আসরে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি। তবে ম্যাচের দুটি রানআউট সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক উঠেছে।


শেষ বলে দুই রান নিতে ছুটে যান দিল্লির অরুন্ধতি রেড্ডি। মুম্বাই অধিনায়ক হারমনপ্রীত কৌর দ্রুত বল ধরে স্টাম্প ভাঙেন। রিপ্লেতে দেখা যায়, অরুন্ধতির ব্যাট ‘অন দ্য লাইন’ ছিল, আর স্টাম্পের বেল জ্বলে উঠেছিল। তৃতীয় আম্পায়ার দীর্ঘ পর্যবেক্ষণের পর তাকে নট-আউট ঘোষণা করেন, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


দিল্লির ইনিংসে ১৯তম ওভারের পঞ্চম বলেও এক বিতর্কিত রানআউটের ঘটনা ঘটে। রাধা যাদব ক্রিজে ঢোকার সময় তার ব্যাট মাটি থেকে সামান্য উপরে ছিল, তবু আম্পায়ার তাকে নট-আউট দেন। অনেকেই বলছেন, এলইডি স্টাম্পের আলো জ্বলে ওঠার সময় রাধার ব্যাট শূন্যে থাকায় এটি নিশ্চিত রানআউট ছিল।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ মাইক হেসন বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন আজ আম্পায়াররা জিঙ্গার বেলের নিয়ম অনুসরণ করেননি।’ অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা লিসা স্থালেকরও প্রশ্ন তুলেছেন, ‘এই সিদ্ধান্ত কি সঠিক ছিল?’

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল তৃতীয় আম্পায়ারের পক্ষে কথা বলেছেন, ‘এত চাপের মধ্যেও তিনি বিশ্বমানের সিদ্ধান্ত দিয়েছেন।’

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর