Sunday, September 28, 2025

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সোহেলি আক্তার ৫ বছরের জন্য নিষিদ্ধ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। সোহেলির বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোহেলি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। এই নিষেধাজ্ঞার ফলে সোহেলি এখন থেকে পাঁচ বছর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে সোহেলির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। সেখানে সোহেলির ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এরপর আইসিসি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর