Friday, December 5, 2025

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় কুষ্টিয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি: ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে । উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আনিচকে  সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে  কুমারখালী যুবলীগের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমারখালী উপজেলা যুবলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু বলেন,  কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি যুবলীগে থাকতে পারে না। বিষয়টি তদন্ত করে দেখতে ইতোমধ্যে  ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য,  কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে থানায় ডেকে নেয়া হয় যুবলীগ নেতা আনিসুর রহমানকে। পরে তাক ওই মামলায় গ্রেপ্তার করা হয়।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর