Wednesday, March 26, 2025

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বনাম ফুটবলারদের সংঘাত

বাংলাদেশের নারী ফুটবলে চলছে ভয়াবহ অস্থিরতা। জাতীয় দলের ১৮ জন ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যার তদন্ত করছে বাফুফের বিশেষ কমিটি। তবে এই সংকটের মধ্যেই কোচ সাফ জানিয়ে দিয়েছেন, ‘সমঝোতার কোনো প্রশ্ন নেই— হয় ওই ফুটবলাররা থাকবেন, না হয় আমি।’

নারী সাফজয়ী ফুটবলারদের অভিযোগ, বাটলার স্বেচ্ছাচারী আচরণ করছেন, আর তাকে সরানোর দাবিতেই তারা একজোট হয়েছেন। দল থেকে যেকোনো একজনকে বাদ দেওয়া হলে পুরো দল গণঅবসরে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফুটবলার মাতসুশিমা সুমাইয়া বলেন, ‘আমরা লড়াই করব, তারপরই ছাড়ব।’

এদিকে, বাফুফের তদন্ত কমিটি খেলোয়াড়দের বক্তব্য শুনে মনে করছে, তারা কোনো পক্ষ থেকে প্রভাবিত হতে পারেন। কারণ, তাদের দেওয়া লিখিত অভিযোগের সঙ্গে সাক্ষাতে দেওয়া তথ্যের ৯০ শতাংশ মিল পাওয়া যায়নি।

অন্যদিকে, কোচ বাটলার দাবি করেছেন, অন্তত ছয়-সাতজন সিনিয়র ফুটবলার শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি ক্যাম্পে ‘সিন্ডিকেট’ গড়ে তুলেছেন। যদিও তিনি নির্দিষ্ট কারও নাম প্রকাশ করেননি, তবে বাফুফের একটি সূত্র জানিয়েছে, অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও নীলুফার ইয়াসমিন নীলাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হবে না।

কোচের হুঁশিয়ারির পর ফুটবলাররা আরও কঠোর অবস্থান নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলেন, ‘তিনি যদি আমাদের রেখে যেতে না চান, তাহলে আমরাও তার অধীনে অনুশীলন করব না।’

এই সংকটের সমাধানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে ফিরে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজ জমা পড়বে বিশেষ কমিটির রিপোর্ট, যেখানে কয়েকজন নারী ফুটবলারের শাস্তির সুপারিশ রয়েছে।

তাবিথ প্রথমে দুই পক্ষকে সমঝোতায় আনতে চাইবেন। তবে এতে ব্যর্থ হলে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘তিনি সব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য খেলোয়াড়দের আহ্বান জানাবেন, তবে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না।’

স্পোর্টস ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর