বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আজ রাত নয়টার দিকে খুলনা নগরের ঐতিহ্যবাহী ‘শেখ বাড়ি’ গুঁড়িয়ে দিয়েছেন। সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে তাঁরা এ কার্যক্রম পরিচালনা করেন।
স্থানীয়ভাবে পরিচিত ‘শেখ বাড়ি’ আওয়ামী লীগের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো। এখানে বসবাস করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ তাঁদের পরিবারের সদস্যরা। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরপরই বাড়িটি আক্রমণের শিকার হয়, যেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর আগেও ৪ আগস্ট বাড়িটিতে আগুন ধরিয়ে দেন ছাত্র-জনতা।
ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা অভিযোগ করেন, এই বাড়ি থেকে দেশের রাজনীতির ওপর একচেটিয়া কর্তৃত্ব কায়েম করা হতো।
এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শহরের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি ক্ষমতার কেন্দ্র ধ্বংসের একটি প্রতীকী পদক্ষেপ।