Sunday, September 28, 2025

নারী দলের কোচ তিলকারত্নের সঙ্গে বিসিবির চুক্তি শেষ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

বাংলাদেশ নারী দলের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত হাসান তিলকারত্নের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছে। আড়াই বছর দায়িত্ব পালন শেষে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশে ফিরেছেন এই লঙ্কান কোচ।

২০২২ সালে এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেওয়া তিলকারত্নে নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন ও নাহিদা আক্তারদের মতো ক্রিকেটারদের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অধীনেই বাংলাদেশ নারী দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবে তার চুক্তি নবায়ন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলেছেন। টেস্টে ৪৫৪৫ ও ওয়ানডেতে ৩৭৮৯ রান করেছেন তিনি। ৮ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরবেন তিলকারত্নে, তবে বাংলাদেশে তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর