মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং এই ভূখণ্ডের উন্নয়নে কাজ করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজায় মার্কিন সেনা পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।
বুধবার সকালে বিবিসি, আল-জাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানায়, গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই ট্রাম্প এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অস্ত্র নির্মূল করব। ভূখণ্ডটি সমতল করব এবং উন্নয়ন করব, যা হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।”
গাজা দখলের পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, “আমি অনেক মাস ধরে এটি ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করেছি। এটি খুব বিপজ্জনক এলাকা, যা কেবল আরও খারাপ হচ্ছে।” তিনি গাজাকে “মধ্যপ্রাচ্যের রিভেরা” বানানোর পরিকল্পনার কথাও জানান।
ট্রাম্পের ঘোষণার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ট্রাম্পের পরিকল্পনা ‘জাতিগত নির্মূলের’ শামিল। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি একে ‘অসুস্থ রসিকতা’ বলে অভিহিত করেছেন। মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালাইবও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনলাইন ডেস্ক/আর কে-০২