পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সুবা অন্য একজনের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। তবে তার সাথে পরিবারের কাউকে দেখা যায়নি।
সুবর্ণা নিখোঁজ হওয়ার আগে মোহাম্মদপুরের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাবা ইমরান রাজিব জানান, তার স্ত্রীর ক্যানসারের চিকিৎসা চলছে। এজন্য তারা দুই মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে থাকছেন।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় সুবর্ণা তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় তার ভাই কিছুটা এগিয়ে গেলে সুবর্ণা পিছিয়ে পড়ে। এরপর থেকেই সে নিখোঁজ।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সুবর্ণা অন্য একজনের হাত ধরে রাস্তা পার হচ্ছে। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।
ওসি আরও জানান, সুবর্ণার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।