Sunday, September 28, 2025

মোহাম্মদপুরে ১১ বছরের শিশু নিখোঁজ, সিসিটিভি ফুটেজে রহস্যজনক দৃশ্য

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে ১১ বছরের এক শিশু। তার নাম আরাবি ইসলাম সুবা। মায়ের ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য সে দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল।

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সুবা অন্য একজনের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। তবে তার সাথে পরিবারের কাউকে দেখা যায়নি।

সুবর্ণা নিখোঁজ হওয়ার আগে মোহাম্মদপুরের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাবা ইমরান রাজিব জানান, তার স্ত্রীর ক্যানসারের চিকিৎসা চলছে। এজন্য তারা দুই মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে থাকছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় সুবর্ণা তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় তার ভাই কিছুটা এগিয়ে গেলে সুবর্ণা পিছিয়ে পড়ে। এরপর থেকেই সে নিখোঁজ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সুবর্ণা অন্য একজনের হাত ধরে রাস্তা পার হচ্ছে। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সুবর্ণার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর