শনিবার (১ ফেব্রুয়ারিতে) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রত্যেক টা ওয়ার্ডে কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।যারা অত্যন্ত ত্যাগী এবং নির্যাতিত তাদের লোকজনের মধ্যে থেকে এই ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পাবে। তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।
দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সোহেল শেখের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা।
মো.মঈনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম প্রদীপ প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষি খাতের উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহিত বিভিন্ন কর্মসূচি এবং তারেক রহমানের ৩১ দফায় কৃষি উন্নয়নে গৃহিত পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেন।সমাবেশে দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রান্তিক পর্যায়ের কৃষকদের পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।
রাতদিন সংবাদ/আর কে-০৫







