ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। আহত হয়েছেন অন্তত শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার দিবাগত রাতে হিন্দু ধর্মাবলম্বীদের ছয় সপ্তাহব্যাপী কুম্ভমেলার সবচেয়ে শুভদিন মৌনী অমাবস্যায় কয়েক লাখ ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে জড়ো হন। অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদদলনের সময় ভক্তরা বের হওয়ার চেষ্টা করলে একটি পথে প্রচণ্ড হুড়োহুড়ির সৃষ্টি হয়। অনেকে অন্য পথ ধরতে গিয়ে দেখতে পান, কর্তৃপক্ষ পন্টুন সেতুগুলো বন্ধ রেখেছে, ফলে আরও বিশৃঙ্খলা তৈরি হয়।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থলে একাধিক মৃতদেহ দেখা গেছে এবং প্রচুর অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এদিকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) বিশেষ ইউনিট।
২০১৩ সালের মহা কুম্ভ মেলার সময়ও একই ধরনের পদদলনের ঘটনায় ৩৬ জন নিহত হয়েছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে অশেষ পুণ্য লাভ হয়, যা বিপুল ভক্তসমাগমের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৩