Sunday, September 28, 2025

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরছে টাইগ্রেস

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমির স্বপ্ন আগেই শেষ হলেও সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরছে জুনিয়র টাইগ্রেস। কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ১৩ ওভারে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়ী হয়।

টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৪ রানে আটকে দেয় বাংলাদেশের বোলিং বিভাগ। নিশিতা আক্তার নিশি ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, আনিসা আক্তার সোবা ১৩ রান দিয়ে ২ উইকেট নেন এবং জান্নাতুল মাওয়া একটি উইকেট নেন।

বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (১৪*) এবং জুরাইরিয়া ফেরদৌস (২৫*) কোনো উইকেট না হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছান।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর