পাবনার ঈশ্বরদীতে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মহিলা শ্রমিকলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মধ্য অরণকোলা এলাকা থেকে মোছা. নাসিমা বেগম নামে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি অভিযান চালিয়ে নাসিমা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলা রয়েছে।