Friday, December 5, 2025

মোরেলগঞ্জে জামায়াত ইসলামী ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

এইচ,এম, শহিদুল ইসলাম বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত স্হানীয়  আবু হুরাইরাহ আর্দশ দাখিল মাদ্রাসায় মোরেলগঞ্জ উপজেলা জমায়াত আমির অধ্যাপক  মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা  অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার শফিকুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
ইউনিয়ন টিম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় খুলনা অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাস্টার শফিকুল আলম    বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে দেশ ও মানুষের কল্যাণের সৎভাবে জন্য কাজ করে যেতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পু টিখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, জামায়াত ইসলামি নেতা এইচ এম শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।
অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন এর  সমাপ্তির বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
পরিশেষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে দেশ ও জনগণের কল্যানে বিশেষ দোয়া করা হয়। এসময় দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত জামায়াত ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলব্যক্তিসহ উপজেলা ও পৌর জামায়াত এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-১১
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর