মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ বাজারের পৌর পার্কে উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী খায়রুজ্জামান শিপন।
মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে আলোচনা করেন উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ,আসাদুজ্জামান মিলন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবকদল,শ্রমিক দলসহ অসহযোগী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইউনুস আলী।দোয়া শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।







