বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।
সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক সোলাইমান কবির এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি হবার শঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-২২







