Sunday, September 28, 2025

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ইউকেএম ক্রিকেট ওভালে টসে জিতে ব্যাট করতে পাঠানো হলে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ১২১ রানের সংগ্রহ গড়ে। জুয়াইরিয়া ফেরদৌসের ২০, ফাহমিদা ছোঁয়ার ১৪, অধিনায়ক সুমাইয়া আক্তারের সর্বোচ্চ ২৯ এবং আফিয়া আশিমা ইরার ২১ রানের ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ১২১।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের ইনিংস থেমে যায় ১০৩ রানে। স্কটিশদের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসি দুটি করে উইকেট নিলেও ম্যাচটি নিজেদের করে নিতে পারেনি তারা। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটল্যান্ড হারায় ৮ উইকেট।

এই জয়ের ফলে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর