ক্যাপিটল হিল, যুক্তরাষ্ট্র: মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের বিভিন্ন নীতি বাতিলের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প জানান, ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ‘প্রায় ১০০’ নির্বাহী আদেশে সই করবেন, যা বাইডেন প্রশাসনের সময় গৃহীত নীতিমালা উল্টে দেবে।
ট্রাম্পের নীতি-বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানিয়েছেন, ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশে অভিবাসন, জ্বালানি, ও সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। বিশেষ করে অভিবাসন নীতিতে নতুন পদক্ষেপ হিসেবে ২০১৯ সালে কার্যকর হওয়া ‘রিমেইন ইন মেক্সিকো’ নীতিটি পুনরায় চালু করা হবে।
এই নীতিমালা অনুসারে, মার্কিন সীমান্তে আশ্রয়প্রার্থী অভিবাসীদের মামলা চলাকালীন মেক্সিকোতে অবস্থান করতে হবে। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর এটি বাতিল করেছিল। এবার ট্রাম্প আবারও এ নীতি ফিরিয়ে আনতে যাচ্ছেন।
এছাড়া ট্রাম্পের পরিকল্পনায় সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং মাদক চোরাচালান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
রোববার একটি নৈশভোজে ট্রাম্প বলেন, “ক্ষমতায় আসার পর প্রথম দিনেই কলমের খোঁচায় বাইডেন প্রশাসনের বহু ধ্বংসাত্মক নীতি বাতিল করব। এসব নীতি আজ থেকে কার্যত অকার্যকর হয়ে যাবে।”
যদিও বিশেষজ্ঞরা ধারণা করছেন, ট্রাম্পের অনেক নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে, তবু প্রথম দিন থেকেই তার এমন পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত শপথ গ্রহণের পরপরই ট্রাম্প তার প্রতিশ্রুত নীতিমালা বাস্তবায়নের দিকেই মনোযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।







