পাইকগাছা প্রতিনিধি- পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠসংলগ্ন মেইন রোডে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও এক জন গুরুতর ভাবে আহত হয়েছেন।
হিতরা হলেন রুহুল আমিন ও ফিরোজ মোল্লা। স্থানিয়রা জানান, দুই মটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে, রুহুল আমিন ও ফিরোজ মোল্লা নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হলে প্রতিমধ্যে তারা মারা যায়।
জানা গেছে, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে বিচুলী বেঝাই ইজ্ঞিন ভ্যানকে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল টিভিএস ও প্লাটিনা মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মকভাবে আহত হয়।
আহতরা হলেন, কয়রা উপজেলার আমাদীর হরিনগর গ্রামের আ:সালাম গাজীর পুত্র মো: হুসাইন (২২), তিনি পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার আগঢ়ঘাটা গ্রামের আবুল শেখের পুত্র রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার পুত্র ফিরোজ মোল্লা (৩০)মারাত্মকভাবে আহত হয়। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হলে প্রতিমধ্যে তারা মারা যায়। পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছন।
রাতদিন ডেস্ক/জয়-







