বেনাপোল(যশোর)প্রতিনিধি: নানা আনুষ্ঠানিকতায় বেনাপোলে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোরে বেনাপোল কাগজপুকুর শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।
সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহত্তম ম্যুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। এরপর জাতিরজনকের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
পরে বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম, বেনাপোল ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের ইনচার্জ তৌহিদুর রহমান, সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসিফ-উদ-দৌলাহ্ সরদার অলোক, আসাদুজ্জামান আসাদ, আলহাজ এনামুল হক মুকুল, নাসির উদ্দিনসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যান।
বেনাপোলে বিজয় দিবস পালিত

আরো পড়ুন






