Friday, December 5, 2025

মোরেলগঞ্জে আওয়ামীলীগের বিজয় উৎসব পালিত

এইচ এম শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):বাগেরহাটের মোরেলগঞ্জে হাজারো মানুষের গণজোয়ারে উপজেলা আওয়ামীলীগের মহান বিজয় দিবস উৎসবে পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম এর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল মোরেলগঞ্জ পৌর পার্ক থেকে শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নব্বইরশি বাসষ্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের মিলিত হয়। এখানে ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনসাধারনের ভূমিকা নিয়ে আলোচনা করেন, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ, পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী আজমিন নাহার প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর